শনিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৫
BRS TIMES
প্রচ্ছদসারাদেশ

ভোলায় সার কারখানা স্থাপনে মিললো গ্যাস সরবরাহের অনুমতি

ভোলায় সার কারখানা স্থাপনে গ্যাস সরবরাহে অনুমতি দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

গত ১৮ জুন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোছা. মোর্শেদা ফেরদৌসের সই করা এক চিঠিতে জানা গেছে, ভোলায় প্রস্তাবিত সার কারখানায় গ্যাস সরবরাহের জন্য ‘জ্বালানি ও খনিজ সম্পদ’ বিভাগকে নির্দেশ দিয়েছে মন্ত্রণালয় ।

এতে বলা হয়েছে, ভোলার গ্যাসক্ষেত্রগুলোর অবশিষ্ট উত্তোলনযোগ্য মজুদ থেকে ২০২৭ সাল থেকে আনুমানিক ১৮ বছর ধরে প্রতিদিন ৪০ থেকে ৪৫ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফ) গ্যাস সরবরাহ করা সম্ভব হবে প্রস্তাবিত সার কারখানায়।

ভোলায় প্রস্তাবিত সার কারখানায় দীর্ঘমেয়াদে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ অনুমোদনের পেছনে নিরলসভাবে কাজ করেছে ‘ভোলা ডেভেলপমেন্ট ফোরাম’। এ বিষয়ে ফোরামের ঢাকা অঞ্চলের সভাপতি ও পরিকল্পনা কমিশনের উপ-সচিব সাইফুল ইসলাম কামরুজ বাসস’কে জানান, দেশে আরও ছয়টি সার কারখানা রয়েছে, যেগুলোয় গ্যাস সংকটে উৎপাদন ব্যাহত হচ্ছে। কিন্তু ভোলায় পর্যাপ্ত গ্যাস মজুদ থাকায় এখানে কারখানা স্থাপন করলে সরকারকে আলাদাভাবে গ্যাস নিশ্চিত করতে হবে না।

ভোলা ডেভলপমেন্ট ফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এম জহিরুল হক জানিয়েছেন, দীর্ঘ মেয়াদে গ্যাস সরবরাহের নিশ্চয়তা পেয়েই সরকার ভোলায় একটি সারকারখানা স্থাপনে সম্মত হয়েছে। খুব দ্রুতই এটা স্থাপিত হবে। শুধু সরকারি উদ্যোগে নয়, বেসরকারিভাবেও অনেক বড় বড় কোম্পানির সাথে যোগাযোগ রক্ষা করা হচ্ছে, যেন তারাও ভোলাতে কারখানা স্থাপনে আগ্রহী হয়।

ভোলার জেলা প্রশাসক মো. আজাদ জাহান বাসস’কে বলেছেন, ‘এখানে গ্যাস ভিত্তিক সার কারখানা স্থাপন করতে ইতোমধ্যেই জেলার শহরতলীতে কয়েকটি সম্ভাব্য জমি অধিগ্রহণের জন্য দেখা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘ভোলায় গ্যাস ভিত্তিক সার কারখানাসহ অন্যান্য কলকারখানা নির্মিত হলে এই জেলাসহ দক্ষিণাঞ্চলের অভূতপূর্ব উন্নয়ন সাধিত হবে।’
বিআরএসটি/এসএস

Related posts

মাদ্রাসাগুলোতে প্রযুক্তি শিক্ষার জন্য কাতারের সহায়তা কামনা প্রধান উপদেষ্টার

brs@admin

ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে মানুষের ঢল

brs@admin

জ্ঞান ফিরেছে নুরের

News Desk

লালমোহনে গাঁজাসহ চরফ্যাশনের যুবক আটক

News Desk

খুলনায় কৃষি ব্যাংকের ভল্ট ভেঙে টাকা চুরি

News Desk

বিমান থেকে ত্রাণ মাথায় পড়ে ফিলিস্তিনি কিশোর নিহত

News Desk
Translate »