শনিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৫
BRS TIMES
প্রচ্ছদরাজনীতিসারাদেশ

বিএনপি ১৭ বছর অনেক নির্যাতন সহ্য করেছে : রুমিন ফারহানা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ও জাতীয় সংসদের মহিলা আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ঐক্যের কোনো বিকল্প নাই।

তিনি বলেন, বিএনপি ১৭ বছর অনেক নির্যাতন সহ্য করেছে। তারেক রহমান তার প্রতিটি বক্তব্যে এখনো বলেন ষড়যন্ত্র থেমে নেই, ষড়যন্ত্রকারীরাও থেমে নেই। তাদের প্রতিহত করতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধভাবে এক সাথে লড়াই করতে হবে।

গতকাল শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চুন্টা ইউনিয়ন মুক্তমঞ্চে আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আগামী নির্বাচন যেন নিরপেক্ষ, সুষ্ঠু এবং মানুষের অংশগ্রহণমূলক হয় সেটি নিশ্চিত করার দায়িত্ব আমাদের।

রাষ্ট্র সংস্কারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের দাবিতে চুন্টা ইউনিয়ন বিএনপি এই জনসমাবেশের আয়োজন করে।

ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মধ্যে লন্ডনে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেই বৈঠক থেকে আমরা যে বার্তা পেয়েছি, আগামী রমজানের আগেই বাংলাদেশে একটি সুষ্ঠু অবাধ, নিরপেক্ষ এবং সকলের ভোট দেয়ার মতো একটি নির্বাচন হবে।’

চুন্টা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান নান্নুর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন- জেলা বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি জহিরুল হক খোকন, সহ-সভাপতি এবিএম মোমিনুল হক ও সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ।
বিআরএসটি/এসএস

Related posts

৫ জুলাই থেকে ক্লাসে ফিরছেন ঢামেক শিক্ষার্থীরা

brs@admin

বিসিবি অ্যান্টি-করাপশন ইউনিটে অ্যালেক্স মার্শাল

News Desk

নদী থেকে বস্তাবন্দি মরদেহ উদ্ধার

News Desk

বাংলাদেশের পাট আমদানিতে আগ্রহী ইন্দোনেশিয়া : রাষ্ট্রদূত

brs@admin

আটককৃত বাংলাদেশিরা আইএসের সঙ্গে যুক্ত: মালয়েশিয়ার পুলিশ মহাপরিদর্শক

brs@admin

নেতাকর্মীদের উদ্দেশে ছাত্রদলের জরুরি নির্দেশনা

News Desk
Translate »