28.1 C
Bangladesh
শনিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৫
BRS TIMES
অর্থনীতিজাতীয়প্রচ্ছদ

রেল সংযোগ উন্নয়নে বাংলাদেশের সঙ্গে জাইকার ঋণচুক্তি স্বাক্ষর

জয়দেবপুর থেকে ঈশ্বরদী পর্যন্ত ডুয়েল গেজ ডাবল লাইন নির্মাণ প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ সরকারের সঙ্গে ঋণচুক্তি স্বাক্ষর করেছে জাপান ইন্টারন্যাশনাল কো অপারেশন এজেন্সি (জাইকা)।

শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের এনইসি-২ সভাকক্ষে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। শনিবার তথ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চুক্তিতে স্বাক্ষর করেন জাইকা বাংলাদেশের চিফ রিপ্রেজেন্টেটিভ ইচিগুচি তোমোহিদে এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, চুক্তির আওতায় জাপানের সরকারি উন্নয়ন সহায়তা (ওডিএ) তহবিল থেকে জাইকা প্রায় ৭ হাজার ৬৯৪ কোটি টাকা সমপরিমাণ ঋণ দেবে বাংলাদেশকে।

জয়দেবপুর-ঈশ্বরদী রুটে প্রায় ১৬২ কিলোমিটার দীর্ঘ ডুয়েল গেজ ডাবল লাইনের প্রকল্পটি বাস্তবায়িত হলে, ঢাকা ও দেশের পশ্চিমাঞ্চলের মধ্যে রেল সংযোগ এবং পরিবহণ সক্ষমতা উল্লেখযোগ্য হারে বাড়বে। এ প্রকল্প যমুনা রেলসেতুর পূর্ণ সম্ভাবনাও কাজে লাগাতে সহায়ক হবে।

চুক্তি স্বাক্ষরকালে জাইকার চিফ রিপ্রেজেন্টেটিভ ইচিগুচি তোমোহিদে বলেন, বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উন্নয়ন অভিযাত্রায় জাইকার সহযোগিতা আগামীতেও অব্যাহত থাকবে।

অন্যদিকে, জাপানের জনগণ ও সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বাংলাদেশের পাশে থাকার জন্য ধন্যবাদ জানান মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী।
বিআরএসটি/এসএস

Related posts

কাল বাজারে আসছে ১০০ টাকার নতুন নোট

News Desk

রেকর্ড রেমিট্যান্স প্রবাহে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি পেয়েছে

brs@admin

এবার গণতন্ত্রের বিজয় আদায় করতে হবে : গয়েশ্বর

brs@admin

মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় হতবিহ্বল শোবিজ অঙ্গন, শোকস্তব্ধ তারকারা

News Desk

বিশ্বকাপে ইতিহাস গড়তে চলেছেন বাংলাদেশের জেসি

News Desk

আট হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ১

brs@admin
Translate »