চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ ঘিরে প্রস্তুত রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান।
শনিবার (২৮ জুন) বেলা ২টায় সমাবেশের মূল পর্ব শুরুর কথা থাকলেও সকাল ১০টা থেকেই বিভিন্ন জেলা থেকে আগত নেতারা বক্তব্য দেবেন।
দলের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের সভাপতিত্বে কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন। এছাড়াও ফ্যাসিবাদবিরোধী এবং পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের বিষয়ে একমত এমন সব দলের নেতারাও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। এ জন্য রাত থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে আসছেন হাজারো নেতাকর্মী।
উল্লেখ্য, গত ৫ আগস্টের পর দলটির সবচেয়ে বড় শোডাউনে অংশ নিতে গতকাল শুক্রবার (২৭ জুন) দিবাগত রাত থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীদের বহনকারী কয়েকশ যানবাহন ঢাকায় প্রবেশ করেছে। ইতোমধ্যে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে যোগ দিচ্ছেন নেতাকর্মী।
বিআরএসটি/এসএস