28.1 C
Bangladesh
শনিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৫
BRS TIMES
জাতীয়প্রচ্ছদ

দীর্ঘ ৪৩ দিন পর নগর ভবনে ফিরলেন ডিএসসিসি প্রশাসক

দীর্ঘ ৪৩ দিন পর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান কার্যালয় নগর ভবনে প্রবেশ করলেন প্রশাসক মো. শাহজাহান মিয়া। বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে তিনি নগর ভবনে পৌঁছালে ডিএসসিসির কর্মকর্তা-কর্মচারীরা তাকে স্বাগত জানান।

অভ্যর্থনা জানানোদের মধ্যে ছিলেন বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ গ্রহণের দাবিতে আন্দোলনে অংশ নেওয়া ডিএসসিসি কর্মচারীরাও। আন্দোলনের সময়কার দ্বন্দ্ব ভুলে আপাতত সকল পক্ষই সহযোগিতার বার্তা দিয়েছেন।

নগর ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় শাহজাহান মিয়া বলেন, ‌‘আমরা আর পেছনের দিকে তাকাতে চাই না। সামনে অগ্রাধিকার ভিত্তিতে অনেকগুলো কাজ হাতে নিচ্ছি। এর মধ্যে দ্রুত বাজেট প্রণয়ন অন্যতম। আজ থেকেই সব বিভাগের কার্যক্রম পুরোদমে চালু হবে।’

তিনি আরও জানান, বর্ষা মৌসুমে ডেঙ্গু ও জলাবদ্ধতা মোকাবিলায় বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে মশার ওষুধের ডোজ দ্বিগুণ করার চিন্তাভাবনা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

ডিএসসিসি শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি আজকের পত্রিকাকে বলেন, আমরা তাকে (প্রশাসককে) স্বাগত জানিয়েছি। আপাতত কোনো অসহযোগিতা নেই। ইশরাক হোসেন আমাদের সবাইকে প্রশাসকসহ সব দপ্তরকে সহযোগিতা করতে নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, গত ১৪ মে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে ‘ঢাকাবাসী’ ব্যানারে নগর ভবনে অবস্থান কর্মসূচি শুরু করেন তাঁর সমর্থকেরা। সেই থেকেই প্রশাসক শাহজাহান মিয়া নগর ভবনে প্রবেশ করতে পারেননি।

প্রশাসকের প্রত্যাবর্তনের মধ্য দিয়ে ডিএসসিসির প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
বিআরএসটি/এসএস

Related posts

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের হাইফা তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত

brs@admin

বাংলাদেশ-মালয়েশিয়ার মধ্যে ৫ সমঝোতা স্মারক সই

News Desk

বাংলাদেশি পাসপোর্টে এখন ভিসা লাগবে না ৩৯ দেশে

News Desk

সাবেক আইজিপি শহিদুলসহ ১১ আসামি ট্রাইব্যুনালে হাজির

News Desk

শিক্ষার্থীদের পার্টটাইম চাকরিতে নিয়োগ দিতে চাই : উপদেষ্টা আসিফ

brs@admin

জুলাইয়ে বর্বরতা কারবালার নৃশংসতাকেও হার মানিয়েছে : তারেক রহমান

News Desk
Translate »