জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চারজন আহত হয়েছেন বলে জানিয়েছে দলটি। সোমবার (২৩ জুন) রাত সাড়ে ১০টার পর রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা করে এনসিপিকে দমিয়ে রাখা যাবে না বলে হুঁশিয়ারি দেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। তিনি বলেন, চব্বিশ ঘণ্টার ভেতর এই হামলার যথাযথ বিচার করতে হবে। শাহাবাগে ব্রিফিং শেষে রমনা থানায় অভিযোগ দায়ের করতে যান তিনি।
আহতরা হলেন- ঢাকা মহানগরের নেতা আসিফ উদ্দিন সম্রাট, যুব শক্তির সংগঠক আবদুর রব ও শ্রমিক উইংয়ের শফিকুল ইসলাম এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হাজারিবাগ থানার সিনিয়র যুগ্ম সদস্য সচিব সুমন হোসেন।
বিআরএসটি/এসএস