28.1 C
Bangladesh
শনিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৫
BRS TIMES
আন্তর্জাতিকপ্রচ্ছদ

ইসরায়েলি সামরিক ঠিকাদার প্রতিষ্ঠানে হ্যাকারদের সাইবার হামলা

একটি প্রো-রেজিস্ট্যান্স হ্যাকার গ্রুপ ‘সাইবারইসনাদফ্রন্ট’ ইসরায়েলের সামরিক-সম্পৃক্ত অ্যালুমিনিয়াম উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘বেনসাইমন অ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রি’-এ সাইবার হামলার দাবি করেছে।

গ্রুপটির ভাষ্য অনুযায়ী, এই হামলার মাধ্যমে প্রতিষ্ঠানটির সম্পূর্ণ অপারেশনাল সিস্টেম অচল করে দেওয়া হয়েছে এবং গোপন সামরিক তথ্য সংগ্রহের পর মূল সার্ভার থেকে তা মুছে ফেলা হয়েছে।

বেনসাইমন কোম্পানিটি ইসরায়েলি সেনাবাহিনী, যুদ্ধ মন্ত্রণালয় ও বিভিন্ন উচ্চ নিরাপত্তা অবকাঠামো নির্মাণে জড়িত। এসবের মধ্যে রয়েছে ভূগর্ভস্থ সামরিক টানেল, গোপন স্থাপনা এবং সাইবার ইউনিট ৮২০০-এর সঙ্গে যুক্ত।

হ্যাকার গ্রুপটি দাবি করে, তারা যেসব সংবেদনশীল তথ্য সংগ্রহ করেছে, তা ইতোমধ্যে ‘প্রতিরোধ ফ্রন্টের’ ক্ষেপণাস্ত্র ইউনিটের কাছে হস্তান্তর করা হয়েছে।

এটি ছিল তাদের একটি ধারাবাহিক সাইবার অভিযানের অংশ। এর আগেও তারা ইসরায়েলের অস্ত্র প্রস্তুতকারক রাফায়েল-এর ওপর হামলা চালিয়ে সামরিক সরঞ্জামে কারিগরি ত্রুটি সৃষ্টি করেছে বলে দাবি করে।

গ্রুপটির ভাষ্য, ‘ইসরায়েলের সামরিক শিল্প এবং প্রতিরক্ষা অবকাঠামোর বড় অংশ এখন ভেঙে পড়েছে কিংবা অকার্যকর হয়ে গেছে’” তারা আরও জানায়, এই ধরনের সাইবার হামলা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিশ্লেষকরা মনে করছেন, এই সাইবার যুদ্ধ ইসরায়েলের প্রতিরক্ষা নেটওয়ার্কে বড় ধরনের দুর্বলতা প্রকাশ করেছে, যা দেশটির সামরিক সক্ষমতার ওপর সরাসরি প্রভাব ফেলতে পারে।

বিআরএসটি / জেডএইচআর

Related posts

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কয়েদির মৃত্যু

News Desk

নব্বই হাজার ভুয়া মুক্তিযোদ্ধার বছরে ভাতা ২৪০০ কোটি টাকা

brs@admin

মিটফোর্ডের নারকীয় হত্যাকাণ্ডের দ্রুত বিচারে সরকার বদ্ধপরিকর : আইন উপদেষ্টা

News Desk

জামালপুরে প্রবেশপত্র না পাওয়ায় পরীক্ষা দেয়া হলো না ১৭ শিক্ষার্থীর

brs@admin

ইরানে সরকার উৎখাতের চেষ্টা হবে একটি কৌশলগত ভুল: ম্যাক্রোঁ

brs@admin

ডা. জুবাইদা রহমানের আপিলের রায় আজ

brs@admin
Translate »