শনিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৫
BRS TIMES
জাতীয়প্রচ্ছদ

নতুন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করে আসা আসাদ আলম সিয়ামকে পররাষ্ট্রসচিব হিসেবে নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার।

২০ জুন পররাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা অফিস আদেশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আসাদ আলম সিয়াম পররাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

আদেশটি ২০ জুন থেকে কার্যকর। নবনিযুক্ত পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম আগামী রোববার দায়িত্ব গ্রহণ করবেন বলে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বাসসকে জানিয়েছেন।

এই নিযুক্তির মাধ্যমে মো. জসীম উদ্দিনের স্থলাভিষিক্ত হলেন আসাদ আলম সিয়াম। জসীম উদ্দিন গত বছরের সেপ্টেম্বরে দেশের ২৭তম পররাষ্ট্রসচিব হিসেবে নিযুক্ত হয়েছিলেন।

পররাষ্ট্রসচিব হিসেবে জসীম উদ্দিন গত ২২ মে তাঁর শেষ দাপ্তরিক দায়িত্ব পালন করেন। তাঁর বিদায়ের পর থেকে সচিব মো. রুহুল আলম সিদ্দিকী ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব হিসেবে মন্ত্রণালয়ের রুটিন দায়িত্ব পালন করে আসছিলেন। আসাদ আলম সিয়াম একজন পেশাগত কূটনীতিক হিসেবে ১৯৯৫ সালে বাংলাদেশ পররাষ্ট্র ক্যাডারে যোগদান করেন।

শিক্ষাগতভাবে আসাদ আলম সিয়াম একজন স্থপতি। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে নেদারল্যান্ডসের মাস্ট্রিচট স্কুল অব ম্যানেজমেন্ট থেকে এমবিএ করেন।

আসাদ আলম সিয়াম কাঠমান্ডুর সার্ক সচিবালয়, হাওয়াইয়ের এপিসিএসএস, সিউলের আইএফএএনএস, ঢাকার জাতীয় প্রতিরক্ষা কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানে থেকে বেশ কয়েকটি পেশাদার কোর্স সম্পন্ন করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন আসাদ আলম সিয়াম। তিনি মিলানে দেশের প্রথম কনসাল জেনারেল ছিলেন। ফিলিপাইন, পালাউ, অস্ট্রিয়া, হাঙ্গেরি, স্লোভেনিয়া ও স্লোভাকিয়ায় রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

আসাদ আলম সিয়াম অসংখ্য দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও বহুপক্ষীয় আলোচনায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। তিনি ভিয়েনায় জাতিসংঘের কার্যালয় ও ওপেক তহবিলে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ছিলেন। তিনি ব্যাংককে ইউএন এসকাপে বিকল্প স্থায়ী প্রতিনিধি ছিলেন।

বিআরএসটি / জেডএইচআর

Related posts

সচিবালয় ও যমুনার আশপাশে অনির্দিষ্টকাল সভা-সমাবেশ নিষিদ্ধ

brs@admin

৪ সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

brs@admin

হাসনাত-সারজিসসহ এনসিপির ৫ নেতাকে শোকজ

News Desk

সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা

brs@admin

ফিলিস্তিনিদের জন্য আরও ৩০ মিলিয়ন ডলার দেবে মালয়েশিয়া

News Desk

যৌথ অভিযানে সীমান্তের শাহীন ডাকাতসহ ৩জন গ্রেফতার

brs@admin
Translate »