নীলফামারীর সৈয়দপুরে যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (১৮ জুন) সকালে উপজেলার কলাবাগান এলাকার সৈয়দপুর-রংপুর সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন সৈয়দপুর উপজেলার কুজিপুকুর গ্রামের নূর ইসলাম (৪৮) এবং দলুয়া মুন্সিপাড়া গ্রামের মাসুদ হোসেন (২৫)। নূর স্থানীয় একটি ইটভাটায় নৈশপ্রহরী হিসেবে কাজ করতেন এবং মাসুদ ছিলেন একজন ফায়ারম্যান।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে নূর ও মাসুদ কাজ শেষে একই মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। ঘটনাস্থলে শ্যামলী পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর বাসটি মোটরসাইকেলটিকে কিছুটা পথ টেনে নিয়ে যায়, যার ফলে ঘটনাস্থলেই নূর ও মাসুদের মৃত্যু হয়।
তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান এই খবরের সত্যতা নিশ্চিত করে বলেছেন, “এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। চালক ও তাঁর সহকারী পালিয়ে গেলেও বাসটি জব্দ করা হয়েছে।”
বিআরএসটি/এসএস