ঈদের ছুটি শেষে নিজ বাড়ি থেকে ক্যাম্পাসে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী রাশেদুল ইসলাম। তিনি আরবি ভাষা সাহিত্য বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
সোমবার (১৬ জুন) সকালে কুষ্টিয়ার বটতৈল নামক স্থানে বাস-ট্রাকের সংঘর্ষে গুরুতর আহতাবস্থায় কুষ্টিয়া সদর হাসপাতালে নিলে চিকিৎসারত অবস্থায় মারা যান তিনি। এছাড়াও ওই দুর্ঘটনায় ইবির আরও দুই শিক্ষার্থী আহত হয়েছেন। আহতরা হলেন, আল-ফিকহ এন্ড ল বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুর রাজ্জাক ও ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের আবু নাঈম।
জানা যায়, রাশেদুল ইসলামের বাড়ি জয়পুরহাট জেলার পাঁচবিবিতে। তিনি গতকাল ক্যাম্পাসের উদ্দেশে খুলনাগামী সীমান্ত ট্রেনে পোড়াদহে স্টেশনে আসেন। পরে সেখান থেকে অটো নিয়ে কুষ্টিয়ার বটতৈলে আসেন। বটতৈল থেকে সোমবার সকালে ক্যাম্পাসে যাওয়ার জন্য বাস শ্যামলী পরিবহনে উঠে। পরে বৃত্তিপাড়া নামক স্থানে ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ ঘটে। এতে রাশেদুল প্রচণ্ডভাবে মুখে ও হাতে আঘাত পায়। দ্রুত তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। পরে চিকিৎসারত অবস্থায় ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
এদিকে ওই দুর্ঘটনায় গুরুতর আহত হন একই বাসে থাকা বিশ্ববিদ্যালয়ের অপর দুই শিক্ষার্থী আব্দুর রাজ্জাক ও আবু নাঈম। তবে তারা এখন আশঙ্কামুক্ত বলে জানান দায়িত্বরত চিকিৎসক।
এ বিষয়ে কুষ্টিয়া সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. হোসেন ইমাম বলেন, খুবই দুঃখজনক ঘটনা। একজন মারা গেছে, আরেকজন আশঙ্কামুক্ত। তবে চিকিৎসা চলছে, ৪৮ ঘণ্টার আগে বলা যাচ্ছে না। কেউ ক্লেইম না করায় লাশের ময়নাতদন্ত করছি না।