ডিবি পুলিশের পোশাক, ওয়াকিটকি, একটি বিদেশি আগ্নেয়াস্ত্র, মোবাইল ও বিভিন্ন ডিভাইসসহ জাকারিয়া আহমেদ তাপাদার ওরফে রাজন (৩৪) নামের এক যুবককে আটক করেছে রূপগঞ্জ থানা পুলিশ। গত শনিবার ভোর রাতে রূপগঞ্জ থানাধীন তারাব পৌরসভার বাশার পুলিশ বক্সের কোণে ডাকাতির প্রস্তুতিকালে সন্দেহভাজন হিসেবে তাকে আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, জাকারিয়া নিজেকে অতিরিক্ত পুলিশ সুপার পরিচয় দিয়ে আন্তঃজেলা ডাকাত দলের সদস্যদের নিয়ে ঢাকা ও পাশের এলাকার মহাসড়কগুলোতে ডিবি পুলিশ সেজে ডাকাতি এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন।
আটককৃত জাকারিয়া সিলেট জেলার জকিগঞ্জ থানার কসকনকপুর এলাকার মৃত আব্দুল ছবর তাপাদারের ছেলে।
জাকারিয়ার দেহ তল্লাশি করে একটি ধারালো অস্ত্র, একটি ওয়াকিটকি সেট, দু’টি বাটন মোবাইল, সীমবিহীন একটি স্মার্টফোন, একটি পিস্তল, একটি ম্যাগজিন ও একটি গুলি উদ্ধার করা হয়েছে। এছাড়াও তার কাছ থেকে সরকারবিরোধী নানা কার্যক্রমে ব্যবহৃত ডিভাইস ও তথ্যপ্রযুক্তির আলামত পাওয়া যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাকারিয়া পুলিশের কাছে স্বীকার করেছেন যে, তিনি বিভিন্ন সময়ে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে যুক্ত ছিলেন এবং ঢাকায় তার সংগঠনের আরও ১৪ জন সক্রিয় সদস্য রয়েছে।
এছাড়াও জাকারিয়ার বিরুদ্ধে এএসপি পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে মারিয়া চৌধুরী নামে এক নারীকে বিয়ে করে যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগ রয়েছে। এই ঘটনায় নারী ও শিশু নির্যাতনের মামলা করা হয়েছে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, আটক জাকারিয়া ঢাকার কয়েকটি নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য এবং তিনি অতিরিক্ত পুলিশ সুপার পরিচয়ে নানা সময় ডাকাতি, ছিনতাইসহ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড পরিচালনায় জড়িত। রোববার দুপুরে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে সাত দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পাঠানো হয়েছে।
বিআরএসটি/এসএস