আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের থাকবে না, এটা নিশ্চিত- বলে মন্তব্য করেছেন সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর। শুক্রবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।
আনিস আলমগীর তার পোস্টে বলেন, লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাই প্রোফাইল বৈঠকে অবশেষে যা হওয়ার ছিল, সেটাই হলো। জাতি কিছুটা স্বস্তি পেল—এই চিত্রটাই এতদিন ধরে রাজনৈতিক মহল ও মিডিয়ার কল্পনায় ঘুরপাক খাচ্ছিল।
নতুন কিছু না, শুধু আনুষ্ঠানিকতা সম্পন্ন হলো। নির্বাচন এগিয়ে এলো— এপ্রিলের বদলে ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে।
তিনি বলেন, আওয়ামী লীগ যে নির্বাচনের বাইরে থাকবে, সেটাও এখন নিশ্চিত। অনেকদিন তো তারা খেয়েছে এবার অন্যের খাওয়া দেখতে দেখতে, একটু ধৈর্য ধরলে হয়।
বাকিদের এবার যার যার নির্বাচনী মাঠে নামার সময়। কিছু গুছানো সংস্কার হবে, দুই একটা প্রতীকী রায়ও ঝুলে আছে, সেগুলো পড়বে। ব্যাস, এবার সবাই প্রস্তুতি নিন।
বিআরএসটি / জেডএইচআর