যুক্তরাজ্য সফরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস-টিউলিপ সাক্ষাৎ হলে সেটা চব্বিশের গণঅভ্যুত্থানের সাথে প্রতারণা হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ।
আজ মঙ্গলবার বিকেলে হাতিয়ার চরঈশ্বর ইউনিয়নের পর্যটন কেন্দ্র কমলার দিঘীর পাড়ে মেঘনা নদী ভাঙ্গনের কবলে ভিটেমাটি হারা স্থানীয়দের সাথে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ছাত্র-জনতার খুনের সাথে জড়িত, এ দেশের মানুষের অর্থ পাচারের সাথে জড়িত টিউলিপ সিদ্দিকীর সাথে ড. ইউনূসের সাক্ষাৎ হলে তা চব্বিশের গণঅভ্যুত্থানের সাথে প্রতারণা করা হবে।
হান্নান বলেন, ১৯৭১ সালের পর সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া স্বাধীন হয়েছে। মালয়েশিয়া মাহাথির মোহাম্মদের মতো সৎ ও নিষ্ঠাবান শাসককে পেয়েছিল। আর আমরা পেয়েছি শেখ মুজিবের মত শাসক যার আমলে এ দেশে দুর্ভিক্ষ হয়েছিল।
এ দেশের উপর ভারতের আগ্রাসী মনোভাবের কথা উল্লেখ করে তিনি বলেন, দেশ স্বাধীন হওয়ার পর বিভিন্ন সময়ে অনেক শাসকের পরিবর্তন হয়েছে। তার মধ্যে কেবল মেজর জিয়া দেশবাসীকে প্রকৃত পরিবর্তনের স্বপ্ন দেখিয়েছেন। ভারতের আগ্রাসী মনোভাব মেজর জিয়াকে বাঁচতে দেয়নি।
শেখ হাসিনার পতন এ দেশে শুধু আওয়ামী লীগের পতন নয়, শেখ হাসিনার পতন মানে এ দেশে ভারতীয় আধিপত্যের পতন।
২৪-এর গণঅভ্যুত্থানে দুই হাজার ব্যক্তি জীবন দিয়েছে শুধু নির্বাচনের জন্য নয় উল্লেখ করে হান্নান মাসউদ বলেন, আপনারা নির্বাচন-নির্বাচন করছেন। ড. মুহাম্মদ ইউনূস নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছেন। এ দেশে নির্বাচন হবে, তবে তার আগে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। এ দেশের সকল ঘর থেকে অস্ত্র উদ্ধার হলে, প্রতিটি অস্ত্রধারী গ্রেফতার হলেই লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হবে।
হাতিয়া কলেজের সাবেক শিক্ষক মফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে হাতিয়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিআরএসটি/এসএস

previous post