শনিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৫
BRS TIMES
আইন-আদালতজাতীয়প্রচ্ছদ

সালাউদ্দিন তানভীরের দেশত্যাগে নিষেধাজ্ঞা

দুর্নীতির অভিযোগের অনুসন্ধান চলমান অবস্থায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বহিষ্কৃত যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীরের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। একইসঙ্গে তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক করার নির্দেশও দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ মে) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিবের আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন। দুদকের সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসান আদালতে এই নিষেধাজ্ঞা ও ব্লকের আবেদন করেন।

বিষয়টি নিশ্চিত করেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম। দুদকের আবেদনে বলা হয়েছে, গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, তদবির বাণিজ্য, চাঁদাবাজি ও টেন্ডার বাণিজ্যের মাধ্যমে নামে-বেনামে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন।

অভিযোগের ভিত্তিতে বিশ্বস্ত সূত্রে জানা গেছে যে, অভিযুক্ত ব্যক্তি যেকোনো সময় দেশত্যাগ করে বিদেশে পলায়নের চেষ্টা করতে পারেন। এই প্রেক্ষাপটে সুষ্ঠু অনুসন্ধান নিশ্চিত করতে তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা এবং জাতীয় পরিচয়পত্র ব্লক করাটা অত্যন্ত জরুরি।

প্রসঙ্গত, চলমান দুর্নীতির অভিযোগের কারণে গত ২১ এপ্রিল গাজী সালাউদ্দিন তানভীরকে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্যসচিব পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়।

Related posts

রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা আটক

News Desk

বাগদান সম্পন্ন করলেন ক্রিস্টিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ

News Desk

ইসরায়েলের সঙ্গে কাজ না করার ঘোষণা বিশ্বের ১৮০০ শিল্পীর

News Desk

ফের আলোচনায় রুনা খান

brs@admin

বিকেলে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা করবে এনসিপি

News Desk

আবদুল হামিদ এর বিরুদ্ধে ওয়ারেন্ট না থাকায় গ্রেফতার করা হয়নি : স্বরাষ্ট্র উপদেষ্টা

brs@admin
Translate »