রবিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৫
BRS TIMES
আইন-আদালতজাতীয়প্রচ্ছদ

শেখ হাসিনাকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১, বাংলাদেশ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শাকিল আকন্দ বুলবুল ওরফে মো. শাকিল আলমকে আদালত অবমাননার মামলায় সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, ১৯৭৩ এর ১১(৪) ধারা এবং ট্রাইব্যুনাল কার্যপ্রণালী বিধিমালা, ২০১০ এর ৪৫ বিধির আওতায় এই নোটিশ জারি করা হয়েছে। মামলাটি Contempt Proceeding No. 2/2025 হিসেবে নথিভুক্ত রয়েছে। সোমবার (২৬ মে) দু’টি জাতীয় পত্রিকায় এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

প্রসিকিউশনের পক্ষ থেকে অভিযোগ উত্থাপনের পর অভিযুক্তদের নোটিশ পাঠানো হলেও তারা ট্রাইব্যুনালে হাজির হননি বা কোনো জবাব দাখিল করেননি। ফলে আত্মপক্ষ সমর্থনের জন্য তাদের আবারও উপস্থিত হতে বলা হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর রেজিস্টার (সিনিয়র জেলা ও দায়রা জজ) এ, এস, এম রুহুল ইমরান-এর স্বাক্ষরিত নোটিশ অনুযায়ী, আগামী ৩ জুন ২০২৫ তারিখ সকাল ১০টায় দুই অভিযুক্তকে ট্রাইব্যুনালে হাজির হয়ে অভিযোগের জবাব দিতে হবে। নির্ধারিত সময়ে হাজির না হলে, অনুপস্থিতিতেই বিচার কার্যক্রম পরিচালিত হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ‘২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’- এমন একটি অডিও বক্তব্যের ফরেনসিক বিশ্লেষণে এটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কণ্ঠ বলে প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) তদন্ত সংস্থা। এমন মন্তব্যের প্রেক্ষিতে আদালত অবমাননার অভিযোগে তাকে ট্রাইব্যুনালে হাজির হতে দু’টি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বিআরএসটি/এসএস

Related posts

মার্কিন সেনাবাহিনীতে ‘গুপ্তচর’ নিয়োগের অভিযোগে দুই চীনা গ্রেপ্তার

brs@admin

বাংলাদেশের পাট আমদানিতে আগ্রহী ইন্দোনেশিয়া : রাষ্ট্রদূত

brs@admin

শাহবাগে যুদ্ধের আয়োজন করলে কে জিতবে, অপু না বুবলী?

News Desk

মিটফোর্ড হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ করেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

News Desk

বেকারত্ব ও দারিদ্র্য দূর করতে কারিগরি শিক্ষা ব্যবস্থার দিকে বিশেষ নজরদারি প্রয়োজন : গণশিক্ষা উপদেষ্টা

brs@admin

রাশিয়ায় গানপাউডার কারখানায় ভয়াবহ বিস্ফোরণ

News Desk
Translate »