চট্টগ্রামের পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গা সীমান্ত দিয়ে আবারো ১৯ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এরা সবাই বাংলা ভাষাভাষী। মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
সোমবার (২৬ মে) ভোর সাড়ে ৪টার দিকে মাটিরাঙ্গার তাইন্দং সীমান্ত দিয়ে তাদেরকে পুশইন করেন গোলমনিপাড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা।
জানা যায়, সীমান্ত পার হয়ে মাটিরাঙ্গার তাইন্দং কৃষ্ণদয়াল পাড়া এলাকায় প্রবেশ করলে স্থানীয়রা তাদের আটক করে বিজিবি কৃষ্ণদয়াল পাড়া বিওপিতে খবর দেয়। বিজিবি তাদের হেফাজতে নেয়। বর্তমানে তারা বিজিবির তত্ত্বাবধানে আচালং ডিপি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবস্থান করছেন।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আলম বলেন, তাইন্দং সীমান্ত পয়েন্ট দিয়ে যাদের পুশইন করা হয়েছে তাদের বিজিবির হেফাজতে রাখা হয়েছে। বিজিবির সঙ্গে স্থানীয় প্রশাসন ও পুলিশ সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। তাদের পরিচয় যাচাই বাছাই করা হচ্ছে জানিয়ে ইউএনও বলেন, তারা যদি বাংলাদেশি নাগরিক হয়, সেক্ষেত্রে তাদেরকে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
গত ৭ মে খাগড়াছড়ির মাটিরাঙ্গার শান্তিপুর ও তাইন্দং সীমান্ত দিয়ে ৪২ জনকে ও পানছড়ির লোগাং সীমান্ত দিয়ে ২৪ জনকে বাংলাদেশে পুশইন করে বিএসএফ। সবশেষ ২২ মে জেলার রামগড় সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ৫ জনকে পুশইন করে বিএসএফ।
বিআরএসটি/ এসএস