রবিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৫
BRS TIMES
জাতীয়প্রচ্ছদসারাদেশ

র‍্যাব পরিচয়ে বাসে ডাকাতি মামলার আসামি গ্রেফতার

র‍্যাব পরিচয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দর থানাধীন কেওঢালা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি মামলার প্রধান আসামি মো আল-আমিনকে (৩০) গ্রেফতার করেছে র‍্যাব।

রোববার (২৫ মে) র‍্যাব-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সনদ বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেন। শনিবার (২৪ মে) রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর ডেমরা থানাধীন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সনদ বড়ুয়া বলেন, কতিপয় ব্যক্তি ১৪ জানুয়ারি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে র‍্যাব পরিচয়ে যাত্রীবাহী বাস থেকে দুবাই প্রবাসী আবু হানিফ এর কাছ থেকে নগদ অর্থ ও স্বর্ণালংকার ডাকাতি করে পালিয়ে যান। ঘটনাটি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং চাঞ্চল্যের সৃষ্টি করে। পরবর্তীতে ভিকটিম আবু হানিফ বাদী হয়ে নারায়ণগঞ্জের বন্দর থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনাটি র‍্যাব-৩ এর নজরে আসলে তাদের একটি আভিযানিক দল গোয়েন্দা নজরদারি শুরু করে। গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির ভিত্তিতে শনিবার (২৪ মে) রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর ডেমরা থানাধীন এলাকা থেকে একাধিক ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. আল-আমিনকে গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাব।

জিজ্ঞাসাবাদের তথ্য জানিয়ে তিনি বলেন, গ্রেফতার আসামি দীর্ঘদিন যাবৎ বন্দর ও বিভিন্ন এলাকায় ডাকাতি ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছে বলে জানায়। এছাড়াও ডাকাতি ও সন্ত্রাসী কার্যক্রমের দায়ে বিভিন্ন থানায় তার নামে ১২টি মামলা রয়েছে। আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান র‍্যাব-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সনদ বড়ুয়া।
বিআরএসটি/এসএস

Related posts

আগামীকাল জাতীয় চাঁদ দেখা কমিটির সভা

brs@admin

যথাসময়ে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে : সিইসি

brs@admin

বিমান বিধ্বস্তের ঘটনায় আজ রাষ্ট্রীয় শোক

News Desk

চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন খন্দকার মোশাররফ

News Desk

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ১৬ সেনাসদস্য নিহত

brs@admin

ইউনূস-মোদির বৈঠকে শেখ হাসিনার প্রত্যর্পণ চাইল বাংলাদেশ

brs@admin
Translate »