দেশের ক্রমবর্ধমান রাজনৈতিক উত্তেজনা ও নানান গুঞ্জনের মধ্যে আজ শনিবার (২৪ মে) সন্ধ্যায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবে বিএনপি। একই দিনে জামায়াতে ইসলামীর সঙ্গেও বৈঠক করবেন প্রধান উপদেষ্টা।
আজ সন্ধ্যা ৭টায় জামায়াতের সঙ্গে এবং সাড়ে ৭টায় বিএনপির সঙ্গে বসবেন বলে জানা গেছে। প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এ বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানান, প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আমাদের জানানো হয়েছে যে, ড. মুহাম্মদ ইউনূস শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় বিএনপির সঙ্গে বৈঠক করতে চান। বৈঠকে বিএনপির চার সদস্যের প্রতিনিধিদল অংশ নেবে। দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন প্রতিনিধিদলে নেতৃত্ব দেবেন বলে জানা গেছে।
রাজনৈতিক উত্তেজনা প্রশমিত করতে এবং অন্তর্বর্তী সরকারের সঙ্গে যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে, তা নিরসনের অংশ হিসেবেই বিএনপি এই বৈঠকে অংশ নিচ্ছে বলে জানান তিনি।
গত বৃহস্পতিবার দেশের বর্তমান উদ্ভূত পরিস্থিতি থেকে উত্তরণে সর্বদলীয় বৈঠক ডাকতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
বিআরএসটি/ এসএস