জার্মানির প্রধান বন্দর শহর হামবুর্গের সেন্ট্রাল রেলস্টেশনে এক নারীর ছুরিকাঘাতে অন্তত ১৮ জন আহত হয়েছেন, যার মধ্যে ৬ জনের অবস্থা গুরুতর। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ওই ৩৯ বছর বয়সী নারীকে গ্রেপ্তার করেছে। এই ভয়াবহ ঘটনা জার্মান সমাজ ও সাধারণ মানুষের মধ্যে দুঃখ ও উদ্বেগ সৃষ্টি করেছে। চ্যান্সেলর ফ্রেডরিশ মের্জসহ উচ্চ পর্যায়ের কর্মকর্তারা আহতদের দ্রুত আরোগ্যের জন্য সকলকে ধন্যবাদ জানিয়েছেন এবং শোক প্রকাশ করেছেন।
শুক্রবার (২৩ মে) সন্ধ্যায় হামবুর্গের ব্যস্ততম রেলস্টেশন, সেন্ট্রাল স্টেশনে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে। হামবুর্গ পুলিশ জানায়, ওই নারী একাই নির্বিচারে ছুরি চালিয়ে যাদের সামনে পেয়েছেন তাদের লক্ষ্য করেছেন। হামলার পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই বলেও প্রাথমিক তদন্তে জানা গেছে। গ্রেপ্তারকৃত নারীর নাম প্রকাশ করা হয়নি, তবে তিনি জার্মান নাগরিক। পুলিশের তরফ থেকে বলা হয়েছে, তদন্ত চলছে এবং ভবিষ্যতে আরও তথ্য জানানো হবে।
হামবুর্গ পুলিশ জানায়, ঘটনার সময় ওই নারী স্টেশনে প্রবেশ করে অগোছালোভাবে ছুরি চালিয়েছিলেন। হামলার পর তিনি গ্রেপ্তার হয়ে পুলিশ হেফাজতে আছেন এবং শীঘ্রই আদালতে হাজির করা হবে। জার্মানির অন্যান্য শহরে সম্প্রতি আশ্রয়প্রার্থীদের দ্বারা ঘটে যাওয়া ছুরি হামলার ইতিহাস রয়েছে, তবে এই ঘটনার সাথে সেইগুলোর কোন যোগ নেই। হামবুর্গের মতো গুরুত্বপূর্ণ রেলস্টেশনেও এই হামলা সমাজের নিরাপত্তা প্রশ্নবিদ্ধ করেছে, তাই সর্বোচ্চ সতর্কতা ও তদন্ত চালানো হচ্ছে। এই ভয়াবহ ঘটনায় আহত ও তাদের পরিবারকে সবার দোয়া ও সমর্থন প্রয়োজন। তথ্যসূত্র : সিএনএন
বিআরএসটি / জেডএইচআর