শনিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৫
BRS TIMES
প্রচ্ছদরাজনীতি

জাতীয় স্বার্থে অন্তর্বর্তী সরকারকে টিকিয়ে রাখতে হবে: ডা. তাহের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, অন্তর্বর্তী সরকারের অনেক ত্রুটি থাকলেও জাতীয় স্বার্থে এ সরকারকে টিকিয়ে রাখতে হবে। অন্তর্বর্তী সরকারের অধীনে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আমাদের সবার চাওয়া, এজন্য সবাইকে সহযোগিতা করতে হবে।

শুক্রবার (২৩ মে) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ঢাকাস্থ পটুয়াখালী ফোরামের এক প্রীতি সমাবেশে এ কথা বলেন তিনি।

নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়ে ডা. তাহের বলেন, রাজনৈতিক দলগুলোর বিশ্বাসের ঘাটতি দেখা যাচ্ছে, নির্বাচন ও সংস্কারের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা করলে সবার সন্দেহ-সংশয় কেটে যাবে।

এ সময় জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে চাওয়ার ঘটনা আমাদের জন্য উদ্বেগের। এর দায় প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক দলগুলোকেও নিতে হবে বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন করতে পারবে কি না এই উদ্বেগ থেকে বর্তমান সরকারের কেউ কেউ পদত্যাগ করার চিন্তা করছে। নির্বাচন কমিশন যদি সুষ্ঠু নির্বাচন করতে ব্যর্থ হয় তাহলে এ দায় শুধু নির্বাচন কমিশনের নয় রাজনৈতিক দল হিসেবে আমাদেরও। সুষ্ঠু নির্বাচনে ব্যর্থ হলে শুধু রাজনৈতিক দল ব্যর্থ হবে না, দেশ ব্যর্থ হবে। আমরা কোনোভাবেই দেশকে ব্যর্থ হতে দিতে পারি না।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এড. মোয়াযযম হোসাইন হেলাল, পটুয়াখালী জেলা জামায়াতের আমির এড. নাজমুল আহসান, সাবেক আমির অধ্যাপক শাহ আলম, পটুয়াখালী-৪ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক মাওলানা আব্দুল কাইউম, পটুয়াখালী জেলা ছাত্রশিবিরের সভাপতি মু. রাকিবুল ইসলাম, বাংলাদেশ বেতারের উপ-মহাপরিচালক মু আব্দুল হক, ডা. সুলতান আহমদ, শহিদুল ইসলাম কায়সারী, ঢাকা আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি এড. আব্দুর রাজ্জাক প্রমুখ।

বিআরএসটি/ এসএস

Related posts

নুরকে বিদেশে পাঠানো নিয়ে সরকার টালবাহানা করছে : হাসান আল মামুন

News Desk

বাংলাদেশ বিমানের চাকা চুরি: দুই কর্মকর্তা বরখাস্ত

News Desk

গাজায় মার্কিন সমর্থিত গোষ্ঠীর ত্রাণ বিতরণে উপচে পড়া ভিড়-বিশৃঙ্খলা

brs@admin

দেশের মানুষ এখন ভাত নয় ভোট চায় : মঈন খান

brs@admin

সিলেট রেঞ্জে অনলাইন জিডি সেবা চালু

brs@admin

যমুনার তীর থেকে ১১টি মর্টার শেল উদ্ধার

brs@admin
Translate »