ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনের এক কর্মকর্তাকে ‘পারসোনা নন গ্রাটা’ (অবাঞ্ছিত ব্যক্তি) ঘোষণা করেছে পাকিস্তান। পাকিস্তানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ওই কর্মকর্তা কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন করে দায়িত্বের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তাকে ২৪ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (২১ মে) ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্ত জানানো হয়। বৈঠকে পাকিস্তানি কর্মকর্তারা জোর দিয়ে বলেন, ইসলামাবাদে কর্মরত ভারতীয় হাইকমিশনের সব কর্মকর্তা ও কর্মচারীদের অবশ্যই কূটনৈতিক দায়িত্বের গণ্ডির মধ্যে থাকতে হবে এবং তাদের সুযোগ-সুবিধার অপব্যবহার করা যাবে না।
ভারতের পক্ষ থেকে একই ধরনের পদক্ষেপ নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই এই ঘোষণা দিলো পাকিস্তান । ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার দিল্লিতে নিযুক্ত পাকিস্তান হাইকমিশনের এক কর্মকর্তাকে ‘পারসোনা নন গ্রাটা’ ঘোষণা করে এবং তাকেও ২৪ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেয়।
বিআরএসটি/ এসএস