28.1 C
Bangladesh
শনিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৫
BRS TIMES
প্রচ্ছদসারাদেশ

শেরপুরে বন্য হাতির আক্রমণে নিহত ২

শেরপুর জেলার ঝিনাইগাতীর সীমান্তবর্তী গারো পাহাড়ে বন্য হাতির আক্রমণে আজিজুর রহমান আকাশ (৩৮) ও এফিলিস হাগিদক (৫২) নামে দুইজন নিহত হয়েছে। মঙ্গলবার (২০ মে) রাতে উপজেলার কাংশা ইউনিয়নের সীমান্তবর্তী দরবেশতলা ও গজনী এলাকায় এসব ঘটনা ঘটে।

নিহত আকাশ পেশায় ভ্যানচালক ও উপজেলার কাংশা ইউনিয়নের গান্ধিগাঁও গ্রামের আব্দুল হাকিমের ছেলে এবং এফিলিস হাগিদক পেশায় সিএনজি অটোরিকশা চালক ও গজনী এলাকার সহেন সিমসাং এর ছেলে।

বন বিভাগের রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুল করিম হাতির আক্রমণে দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৯ টার দিকে ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী দরবেশতলা এলাকায় ২০-৩০টি বন্য হাতি দল বেঁধে লোকালয়ে নেমে আসলে এলাকার মানুষ জানমাল রক্ষায় হাতি তাড়াতে লাঠি নিয়ে ধাওয়া করেন।
এসময় আকাশ হাতির খুব কাছাকাছি চলে গেলে একটি হাতি তাকে ধাওয়া দিয়ে শুঁড় দিয়ে পেঁচিয়ে পায়ে পিষ্ট করে। অবশেষে লোকজনের ধাওয়ায় হাতির দল সরে যায়।
এসময় স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় আকাশকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে রাত সাড়ে দশটার দিকে সিএনজি চালক এফিলিস হাগিদক সিএনজি চালানো শেষে স্থানীয় আরও তিনজনকে নিয়ে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছাকাছি এলে গজনী এলাকা সড়কে দাঁড়িয়ে থাকা বন্য হাতির দল তাদের সামনে পড়ে। এসময় সাথের তিনজন দৌড়ে পালিয়ে গেলেও এফিলিস হাগিদক পালাতে পারেনি। পরে হাতির দল থেকে একটি হাতি তাকে শুড় দিয়ে পেঁচিয়ে আছাড় দিলে সেখানেই তার মৃত্যু হয়।

এদিকে দেড় ঘণ্টার ব্যবধানে হাতির আক্রমণে দুজনের মৃত্যুর ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে।

ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. অমিয় জ্যোতি সাইফুল্লাহ বলেন, হাসপাতালে আনার আগেই আকাশের মৃত্যু হয়েছে। হাতির পায়ের আঘাতে তার মুখ ও পেট থেঁতলে গেছে।

ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল-আমীন বলেন, রাতে দরবেশতলা এবং গজনী এলাকায় বন্যহাতির আক্রমণে আকাশ ও এফিলিস হাগিদক নামে দুইজনের মৃত্যু হয়েছে। এবিষয়ে ঝিনাইগাতী থানায় দুইটি অপমৃত্যু মামলা রুজুর প্রস্তুতি চলছে।

বন বিভাগের রাংটিয়া রেঞ্জের সহকারী রেঞ্জার মো. আব্দুল করিম বলেন, নিহত দুইজনের পরিবারের সদস্যদের আবেদনের প্রেক্ষিতে বন বিভাগ থেকে আর্থিকভাবে সহযোগিতা করা হবে।

বিআরএসটি / এসএস

Related posts

বাংলাদেশকে এড়িয়ে সমুদ্রপথে কলকাতার সঙ্গে যুক্ত হচ্ছে ভারতের উত্তর-পূর্বাঞ্চল

brs@admin

সারজিসের ফেসবুক পোস্টে ইশরাকের বক্তব্যের কড়া সমালোচনা

News Desk

১ দশমিক ৩ বিলিয়ন ডলারের ঋণ ছাড়ল আইএমএফ

brs@admin

ঢাকাই ছবিতে অভিনয় করে সুপারস্টার হয়েছেন বলিউড অভিনেতা চাঙ্কি পান্ডে

brs@admin

সরকারি অর্থের অপব্যবহার: শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গ্রেফতার

News Desk

পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি জামায়াতের

News Desk
Translate »