রবিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৫
BRS TIMES
প্রচ্ছদবিনোদন

‘নিজেরাও বিপদে আছি’, নুসরাতের গ্রেপ্তার প্রসঙ্গে বাবু

বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর ভাটারা থানার একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার অভিনেত্রী নুসরাত ফারিয়ার জামিন দিয়েছেন আদালত। মঙ্গলবার (২০ মে) জামিন দেওয়া হয় অভিনেত্রীকে। কারাগার থেকে বাসায় ফিরেছেন নুসরাত ফারিয়া। এদিকে নুসরাতের গ্রেপ্তারের ঘটনায় শোবিজ অঙ্গনে তারকাদের মধ্যে ক্ষোভ দেখা দেয়।

অনেক তারকা নুসরাতের গ্রেপ্তারের ঘটনাকে ন্যক্কারজনক উল্লেখ করেন। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমেও ব্যাপক তোলপাড় হয়। সম্প্রতি এক ইভেন্টে উপস্থিত তারকাদের মুখেও নুসরাত ফারিয়ার গ্রেপ্তার প্রসঙ্গে নিন্দা শোনা গেছে। যাদের মধ্যে রয়েছেন গুণী অভিনেতা ফজলুর রহমান বাবু। তার মতে, বিষয়টি দুঃখজনক।

ফজলুর রহমান বাবু বলেন, ‘নুসরাত ফারিয়াকে আটক করা হয়েছে, এটা খুবই দুঃখজনক। তবে উনি কি অভিনয় করার জন্য বন্দি হয়েছেন, নাকি অন্য কোনো কারণে, সেটি আমাদের কাছে পরিষ্কার না। যদি তিনি অভিনয়ের জন্য বন্দি হয়ে থাকেন তাহলে সেটা অবশ্যই আমাদের শিল্পীদের জন্য লজ্জার এবং দুঃখজনক।

বাবু আরো বলেন, ‘যদি খুব পরিষ্কার করে বলি, তাহলে আমরা নিজেরাও বিপদে আছি।’

‘মুজিব’ সিনেমায় নুসরাত ফারিয়ার সঙ্গে পর্দায় দেখা গেছে বাবুকে। তিনি খন্দকার মোশতাকের চরিত্রে অভিনয় করেছিলেন। সিনেমাটিতে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া। এতে শেখ মুজিবের চরিত্রে দেখা গেছে আরিফিন শুভকে।

গতকাল জামিনে মুক্ত হয়েছেন নুসরাত ফারিয়া। বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর ভাটারা থানার দায়ের করা সেই হত্যাচেষ্টা মামলার সূত্রে জানা গেছে, জুলাই আন্দোলনের সময় ১৯ জুলাই ভাটারা থানার সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। আন্দোলনকারীদের ওপর গুলি চালানো হয়। এনামুল হকের পায়ে গুলি লাগে। তিনি হাসপাতালে চিকিৎসা নেন। পরে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাসহ ২৮৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা তিন-চারশজনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলাটি করেছেন এনামুল হক। হত্যাচেষ্টার ওই মামলায় আসামি করা হয়—অপু বিশ্বাস, আসনা হাবিব ভাবনা, নুসরাত ফারিয়া, অভিনেতা জায়েদ খানসহ ১৭ জন তারকাকে।

বিআরএসটি / জেডএইচআর

Related posts

সারাদেশে বিশেষ অভিযানে ১৪৫২ জন গ্রেফতার

brs@admin

রোববার নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবে এনসিপি

News Desk

শ্রীলংকাকে ৫-০ গোলে হারালো বাংলাদেশ

News Desk

নুরের ওপর নৃশংস হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: সাকি

News Desk

স্বাক্ষর জাল করে ভুয়া প্রেস বিজ্ঞপ্তি, সতর্ক থাকার আহ্বান রিজভীর

News Desk

জায়েদ খানের নতুন অধ্যায় শুরু, প্রথম সঙ্গী তানজিন তিশা

brs@admin
Translate »