জাতীয় দলের খেলা থাকায় আইপিএল ছেড়ে গেছেন মুম্বাই ইন্ডিয়ান্সের তিন বিদেশি ক্রিকেটার। তারা হলেন, উইল জ্যাকস, রায়ান রিকেলটন এবং করবিন বসচ। তাদের বদলি হিসেবে তিন বিদেশি জনি বেয়ারস্টো, রিচার্ড গ্লিসন এবং চারিথ আসালাঙ্কাকে সাময়িকভাবে দলে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স।
মুম্বাইয়ের সবশেষ লিগ ম্যাচ ছিল ২৬ মে পাঞ্জাব কিংসের বিপক্ষে। ওই ম্যাচের পরই তিন বিদেশি ক্রিকেটার দল ছেড়ে চলে গেছেন। বাধ্য হয়েই তাদের বদলি নিতে হলো মুম্বাইকে।
মুম্বাই এখনও প্লে-অফ নিশ্চিত করতে পারেনি। তবে তাদের প্লে-অফে খেলার সম্ভাবনা আছে। হাতে আছে দুই ম্যাচ। ১৪ পয়েন্ট নিয়ে চার নম্বরে হার্দিক পান্ডিয়ার দল। তারা প্লে-অফে উঠলে তিন বদলি বিদেশি ক্রিকেটার দলের সঙ্গে যোগ দেবেন।
স্বদেশি অলরাউন্ডার উইল জ্যাকসের বদলি হিসেবে আসা ইংলিশ উইকেটরক্ষক ব্যাটার আইপিএল নিলামে অবিক্রীত ছিলেন। এখন ৫ কোটি ২৫ লাখ রুপিতে মুম্বাইয়ে যোগ দিচ্ছেন তিনি।
দক্ষিণ আফ্রিকার রায়ান রিকেলটনের বদলি হিসেবে ইংলিশ পেসার রিচার্ট গ্লিসন ১ কোটি রুপিতে যোগ দিচ্ছেন। দক্ষিণ আফ্রিকার করবিন বসচের বদলি হিসেবে শ্রীলঙ্কার চারিথ আসালাঙ্কা যোগ দিচ্ছেন মাত্র ৭৫ লাখ রুপিতে।
বিআরএসটি/এসএস