শনিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৫
BRS TIMES
প্রচ্ছদসারাদেশ

বাড়ির ছাদে বাগান করলে মিলবে ৫ শতাংশ কর রেয়াত

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নাগরিকদের জন্য সুখবর—বাড়িতে ছাদবাগান ও আঙিনায় বাগান করলে পাওয়া যাবে ৫ শতাংশ কর রেয়াত। সবুজায়ন ও নগর পরিবেশ উন্নয়নে এমন প্রণোদনার ঘোষণা দিয়েছেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ।

বুধবার (৩০ এপ্রিল) ডিএনসিসির ষষ্ঠ করপোরেশন সভায় এই ঘোষণা দেওয়া হয়। সভায় প্রশাসক জানান, পরিবেশবান্ধব নগর গঠনের অংশ হিসেবে ছাদবাগান ও আঙিনায় বাগান করলে সংশ্লিষ্ট বাড়ির মালিককে ৫ শতাংশ হোল্ডিং কর রেয়াত দেওয়া হবে।

তিনি আরও জানান, আগামী ১১ মে থেকে ঢাকা উত্তরে শুরু হতে যাচ্ছে ট্যাক্স মেলা। মেলায় নাগরিকরা সহজে কর প্রদান করতে পারবেন এবং পাবেন নানা রেয়াত সুবিধা।

সভায় বিগত সরকারের আমলে নামকরণ করা চারটি স্থাপনার নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নাম অনুযায়ী:

– বনানীর শহীদ জায়ান চৌধুরী খেলার মাঠ এখন থেকে হবে বনানী চেয়ারম্যান বাড়ি মাঠ
– মধুবাগের বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খাঁন কমপ্লেক্স-এর নাম পরিবর্তন করে করা হয়েছে মধুবাগ কমিউনিটি সেন্টার
– কালশীর হারুন মোল্লাহ ফ্লাইওভার-এর নাম রাখা হয়েছে কালশী ফ্লাইওভার

সভায় উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মো. কামরুজ্জামান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী এবং সরকারের অন্যান্য সংস্থার প্রতিনিধিরা।

ডিএনসিসির এই উদ্যোগ নগর পরিবেশ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

বিআরএসটি / জেডএইচআর

Related posts

রাজনৈতিক ঐক্য ছাড়া পাথর লুট ঠেকানো অসম্ভব

News Desk

আমরা হাসিনার কাছে মাথানত করিনি: এ্যানি

News Desk

ঢাকায় সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসক দল

News Desk

স্ত্রীর হাতে ‘মার’ খাওয়ার ঘটনাকে ‘মজার মুহূর্ত’ বললেন ম্যাক্রোঁ

brs@admin

পাচার হওয়া সম্পদ ফেরাতে আন্তর্জাতিক সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

brs@admin

সারা দেশে গ্রেপ্তার ১৮৪৯

News Desk
Translate »