রবিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৫
BRS TIMES
খেলাধূলাপ্রচ্ছদ

বাঁচা-মরার ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ

হারলেই অনিশ্চিত বিশ্বকাপ—এমন সমীকরণের সামনে বাংলাদেশের বাধা হয়ে আছে পাকিস্তান। লাহোরে আজ তাদের বিপক্ষে নেমেছে নিগার সুলতানা জ্যোতির দল। পঞ্চাশ ওভারের ম্যাচটিতে স্বাগতিকদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে টাইগ্রেসরা।

ভারতে বসা মেয়েদের বিশ্বকাপে সরাসরি খেলতে হলে আজ জিততেই হবে বাংলাদেশকে। হারলেও সমীকরণে টিকে থাকবে। তবে সংশয় বাড়বে। লাহোর সিটি ক্রিকেট অ্যাসোশিয়েসন গ্রাউন্ডে বিশ্বকাপে খেলার সম্ভাবনা হেলায় হারাতে চান না জ্যোতি ব্রিগেড।

৬ দলের লড়াই বাছাইপর্বের লড়াই এখন তিন দলে থেমেছে। থাইল্যান্ডের মেয়েদের গুঁড়িয়ে পাকিস্তান নিশ্চিত করেছে বিশ্বকাপের টিকিট। বাকি আরেকটি টিকিটের জন্য পাঁচ দলের লড়াই। একটু কাঁটছাঁট করে বললে, বাকি একটি টিকিটের জন্য লড়বে তিনটি দল—বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড।

থাই মেয়েদের বিপক্ষে নিজেদের হিসেব-নিকেশ চুকিয়ে দিয়েছে পাকিস্তানের মেয়েরা। বাকি এক টিকিটের পেছনে ছুটছে তিন দল। এই লড়াইয়ে বাংলাদেশ অনেকটা এগিয়ে। জ্যোতিরা চার ম্যাচের জিতেছে তিনটিতে। বাকি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে আজ জয় পেলে হিসেব-নিকেশ ছাড়াই নিশ্চিত করবে বিশ্বকাপে খেলার যোগ্যতা। হারলেও সুযোগ থাকছে। নেট রান রেটের হিসেবে বাংলাদেশ এখন অনেকটা এগিয়ে।

তবে আজ পাকিস্তানের কাছে বড় ব্যবধানে হারলে এবং ওয়েস্ট ইন্ডিজ যদি বিকালে থাই মেয়েদের গুঁড়িয়ে দেয়, তবে রান রেটের ব্যবধানে বাদ পড়তে পারে টাইগ্রেসরা। বাংলাদেশের অবশ্য সুযোগ আছে আরেকটি সমীকরণে। যদিও সেটি খুব কঠিন বটে!

বাকি থাকা ম্যাচে থাই মেয়েদের বিপক্ষে হারতে হবে ক্যারিবিয়ান মেয়েদের এবং স্কটল্যান্ডের বিপক্ষে জয় প্রত্যাশা করতে হবে আইরিশদের। তাহলে ৬ পয়েন্ট নিয়েই বিশ্বকাপে যাবে বাংলাদেশ। পয়েন্ট টেবিলে এই মুহূর্তে ৪ করে পয়েন্ট ওয়েস্ট ইন্ডিজ ও স্কটিশ মেয়েদের। নিগারদের মতো তাদেরও বাকি এক ম্যাচ।

৮ দলের পঞ্চাশ ওভারের বিশ্বকাপে স্বাগতিক হিসেবে আছে ভারত। সরাসরি সুযোগ পেয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড। বাকি দুই দলের একটি পাকিস্তান। অন্যটি কার হাতে উঠছে, তা জানা যাবে আজই।

বিআরএসটি / জেডএইচআর

Related posts

শিগগিরই সরাসরি দেখা হবে: তারেক রহমান

News Desk

উত্তরার ঘটনায় ১৯ মরদেহ উদ্ধার: ফায়ার সার্ভিস

News Desk

সালাহ উদ্দিনের নেতৃত্বে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক যোগ দেবে বিএনপি

brs@admin

কানাডার চলচ্চিত্র উৎসবে নুহাশের ‘২ষ’

News Desk

সাফল্য আর টানে না, আমি মানুষ হিসেবে সার্থক হতে চাই: জয়া

News Desk

আজ আরও ৭ দলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা

News Desk
Translate »