রবিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৫
BRS TIMES
প্রচ্ছদরাজনীতি

বিএনপি মহাসচিবের সাথে এনফ্রেল প্রতিনিধিদলের বৈঠক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে বৈঠক করেছেন এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস (এনফ্রেল) থাইল্যান্ডের নির্বাহী পরিচালক ব্রিজা রোজালেসের নেতৃত্বে প্রতিনিধিদলের চার সদস্য।

শুক্রবার (১৮ এপ্রিল) সকালে গুলশানস্থ বিএনপি চেয়ারপারসন অফিসে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় এক ঘণ্টা ১০ মিনিট সময়ব্যাপী চলে এই বৈঠক।

এনফ্রেল প্রতিনিধিদলটি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে বাংলাদেশের আগামী নির্বাচনবিষয়ক বিস্তারিত আলোচনা করেন।

বৈঠকে আরো অংশ নেন এনফ্রেলের বাংলাদেশ নির্বাচন ও গণতন্ত্র কর্মসূচির পরামর্শক মায়া বতী, প্রচারণা ও সিনিয়র প্রোগ্রাম অফিসার থারিন্দু আবেয়ারথনা ও প্রোগ্রাম অ্যাসোসিয়েট আফসানা আমে।

এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস (এনফ্রেল) জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে এশিয়ায় গণতন্ত্রীকরণের প্রচার ও সমর্থনের জন্য কাজ করে। সংগঠনটি গঠিত হয়েছে নভেম্বর ১৯৯৭ সালে।

এনফ্রেল-এর প্রধান লক্ষ্যগুলো হলো আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষণ মিশন পরিচালনা, নির্বাচনী স্টোকহোল্ডারদের জন্য সক্ষমতা বৃদ্ধির কর্মসূচি যেমন- গণতন্ত্রায়ন, নির্বাচন পর্যবেক্ষক গোষ্ঠী, মিডিয়া এবং অন্যান্য সুশীল সমাজের সংস্থাগুলো তাদের নিজ দেশে গণতন্ত্রীকরণের জন্য কাজ করে তাদের সাথে সমন্নয় করা।

এছাড়াও নির্বাচনী চ্যালেঞ্জ ও গণতন্ত্র বিকাশে সম্মুখীন হওয়া সম্পর্কিত সমস্যাগুলো মোকাবেলার জন্য প্রচারাভিযান এবং পরামর্শ কার্যক্রম পরিচালনার ওপরও গুরুত্বারোপ করে থাকে সংগঠনটি।

বিআরএসটি / জেডএইচআর

Related posts

বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ

brs@admin

চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন গোলাম রসুল ও শহিদুর রহমান

News Desk

চুক্তি করলে ভয়াবহ ভুল হবে, সমগ্র গাজা দখল করতে হবে: ইতামার বেন-গভির

brs@admin

যুদ্ধের পর প্রথমবারের জনতার সামনে এলেন খামেনি

brs@admin

রাজনৈতিক দলগুলোর অনুভূতি ধারণ করে সংশোধন প্রস্তাব আনছে কমিশন : আলী রীয়াজ

brs@admin

‌মানুষের ভালোবাসা নিয়ে গোপালগঞ্জ থেকে মুজিববাদের কবর রচনা করবো : নাহিদ ইসলাম

News Desk
Translate »