শনিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৫
BRS TIMES
জাতীয়প্রচ্ছদ

জুলাইয়ের মধ্যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করবে – ইসি আনোয়ারুল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ আগামী জুলাই মাসে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার। গতকাল বুধবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

আনোয়ারুল ইসলাম সরকার বলেন, তফসিল ঘোষণার আগে যেসব তরুণের বয়স ১৮ বছর পূর্ণ হবে তাঁদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। তবে বিদ্যমান আইন দিয়ে হবে না।

এ জন্য আইন পর্যালোচনা করে তা সংশোধন করা হবে। এমন উদ্যোগ প্রথমবারের মতো নেওয়া হচ্ছে। প্রসঙ্গত বিদ্যমান ভোটার তালিকা আইন অনুসারের প্রতিবছর ২ মার্চে ভোটার দিবসে নতুন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। গত ২ মার্চও একটি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে।

এরপর বাড়ি বাড়ি  গিয়ে  ভোটার হালনাগাদ কার্যক্রম হাতে নেওয়া হয়। এই কার্যক্রমে বাদ পড়া ও  নতুন ভোটারদের যুক্ত করে এ বছরের জুনে চূড়ান্ত তালিকা প্রকাশ করতে যাচ্ছে ইসি।

দেশের বিদ্যমান আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে নির্বাচন সম্ভব কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি বেশ কিছু জেলা ভিজিট করেছি। আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা বলেছেন, তাঁরা আরো ইমপ্রুভ করবেন।

আইন-শৃঙ্খলা প্রতিদিন উন্নত হচ্ছে। আপনারা  দেখে থাকবেন, আগের তুলনায় বর্তমানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো। সুষ্ঠু নির্বাচনের জন্য সব পদক্ষেপ নেওয়া হবে।’

এই নির্বাচন কমিশনার আরো বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের জন্য একটি স্বয়ংসম্পূর্ণ ও পরিশুদ্ধ ভোটার তালিকা অপরিহার্য। নির্বাচন কমিশন ঘরে ঘরে গিয়ে ভোটার তালিকা হালনাগাদের কাজ সুন্দরভাবে সম্পন্ন করেছে, আমরা সন্তুষ্ট।

আমাদের টার্গেট ছিল ৬১ লাখ ৮৮ হাজার নতুন ভোটার নিবন্ধিত হবেন। দেখা যাচ্ছে, ৪৩ লাখের ওপরে বাদ পড়া ভোটার নিবন্ধিত হয়েছেন, নতুন হয়েছেন ১৯ লাখ ৬৬ হাজার। মোট ৬৩ লাখ ভোটার নিবন্ধিত হয়েছে। আমরা আশা করি জুনের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকাটি পেয়ে যাব।’

বিআরএসটি / জেডএইচআর

Related posts

সভা-সমাবেশ নিষিদ্ধ করে ডিএমপির গণবিজ্ঞপ্তি

brs@admin

গৃহে ধাত্রীদের প্রশিক্ষণের আওতায় আনতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

News Desk

প্রথমবারের মতো চট্টগ্রাম যাচ্ছেন প্রধান উপদেষ্টা

brs@admin

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পরিবর্তন করলো বিএনপি

News Desk

চুক্তি করলে ভয়াবহ ভুল হবে, সমগ্র গাজা দখল করতে হবে: ইতামার বেন-গভির

brs@admin

বগুড়ায় ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণা, দুইজন আটক

brs@admin
Translate »