আইসিসি নারী বিশ্বকাপের বাছাইপর্বে টানা তৃতীয় জয়ে বিশ্বকাপের দিকে আরও একধাপ এগিয়ে গেল বাংলাদেশ নারী ক্রিকেট দল। মঙ্গলবার (১৫ এপ্রিল) গাদ্দাফি স্টেডিয়ামে বিশ্বকাপ বাছাইপর্বে স্কটল্যান্ডকে ৩৪ রানে হারিয়ে শীর্ষে উঠে এসেছে নিগার সুলতানার দল।
প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৭৬ রানের বড় সংগ্রহ গড়ে টাইগ্রেসরা। জবাবে স্কটিশরা নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ২৪২ রান করতে সক্ষম হয়।
বাংলাদেশের ব্যাটিং সূচনায় ঝাঁকুনি দিলেও ফারজানা হক ও শারমীন আক্তারের জুটিতে ঘুরে দাঁড়ায় দল। দ্বিতীয় উইকেটে ১০৩ রান যোগ করেন এই দুই ব্যাটার। শারমীন ৭৯ বলে ৫৭ ও ফারজানা ৮৪ বলে ৫৭ রান করেন। এরপর দলের হাল ধরেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। মাত্র ৫৯ বলে ১১টি চারে অপরাজিত ৮৩ রানের ইনিংস খেলে দলকে পৌঁছে দেন ২৭৬ রানের রেকর্ড স্কোরে।
বল হাতে স্কটল্যান্ডের হয়ে ২ উইকেট নেন ক্যাথরিন ব্রাইস। এছাড়া র্যাচেল স্লেটার, ক্লোই আবেল, প্রিয়নাজ চ্যাটার্জি ও ক্যাথেরিন ফ্রেজার নেন একটি করে উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে স্কটল্যান্ড। মাত্র ১১০ রানের মধ্যেই তারা হারায় ৭ উইকেট। এরপর প্রিয়নাজ চ্যাটার্জি ও র্যাচেল স্লেটারের অষ্টম উইকেট জুটিতে আসে ১২৫ রান। প্রিয়নাজ ৬৩ বলে ৬১ রান করে ফিরলেও অপর প্রান্তে ৭৩ বলে ৬১ রানে অপরাজিত থাকেন স্লেটার। তবে তা জয়ের জন্য যথেষ্ট ছিল না।
বাংলাদেশের হয়ে দুর্দান্ত বোলিং করেন নাহিদা আক্তার। তিনি ১০ ওভারে মাত্র ৪০ রান খরচায় শিকার করেন ৪ উইকেট। জান্নাতুল ফেরদৌস ২টি, আর মারুফা আক্তার ও রাবেয়া খান নেন ১টি করে উইকেট।
এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ নারী দল। টানা তিন ম্যাচে জয় তুলে নিয়ে বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নেয়ার দারুণ সুযোগ তৈরি করেছে তারা।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ নারী দল: ২৭৬/৬ (৫০ ওভার)
স্কটল্যান্ড নারী দল: ২৪২/৯ (৫০ ওভার)
ফলাফল: বাংলাদেশ নারী দল ৩৪ রানে জয়ী
বিআরএসটি / জেডএইচআর