28.1 C
Bangladesh
শনিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৫
BRS TIMES
খেলাধূলাপ্রচ্ছদ

প্রতি ছক্কায় আর উইকেটে ১ লাখ পাকিস্তানি রুপি যাবে ফিলিস্তিনি শিশুদের জন্য

ফিলিস্তিনের জন্য কাঁদছে মানুষের হৃদয়। মানবিকতার টানে যার যার অবস্থান থেকে নিপীড়িত ফিলিস্তিনবাসীর পাশে দাঁড়াচ্ছে ব্যক্তি থেকে সংগঠন। ধ্বংসপ্রায় ফিলিস্তিনে শিশুদের আর্তনাদ নাড়া দিয়েছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল মুলতান সুলতানকে। সেসব শিশুদের পাশে দাঁড়াতে অভিনব এক উদ্যোগ নিয়েছে ক্লাবটি।

পিএসএলে মুলতানের ম্যাচগুলোতে দলের খেলোয়াড়রা ব্যাট হাতে যতগুলো ছক্কা মারবে এবং বোলাররা যত উইকেট নেবেন, তার জন্য এক লাখ পাকিস্তানি রুপি করে দেবে মুলতান কর্তৃপক্ষ। প্রতি ছক্কা ও উইকেটের জন্য সমান এক লাখ রুপি করে দেওয়ার ঘোষণা দিয়েছেন ক্লাবটির মালিক আলী খান তারিন। এটি অব্যাহত থাকবে গোটা আসরে মুলতানের সব ম্যাচে।

করাচি কিংসের বিপক্ষে শনিবার (১২ এপ্রিল) মাঠে নামে মুলতান। ম্যাচে মুলতানের ব্যাটাররা ছক্কা মারেন ৯টি। বল হাতে তুলে নেন করাচির ৬ উইকেট। প্রথম ম্যাচ শেষে উঠেছে মোট ১৫ লাখ রুপি। গ্রুপ পর্বে আরও ৯টি ম্যাচ খেলবে মুলতান। অনুদানের অর্থ নিঃসন্দেহে বাড়বে প্রতি ম্যাচেই।

মুলতানের মালিক আলী খান বলেছেন, ‘আমরা (মুলতান সুলতান) বিশ্বাস করি, এই প্ল্যাটফর্মটা (খেলার মাধ্যমে) ইতিবাচক ভাবে কাজে লাগাতে পারব। আশা করি সামান্য এই চেষ্টা আরও বড় পদক্ষেপে কাজ করার শক্তি দেবে। আমরা গর্বিত এটি শুরু করতে পেরে।’

বিআরএসটি / জেডএইচআর

Related posts

ভারতকে এমন শিক্ষা দেব, যা কখনো ভুলবে না: শাহবাজ

News Desk

ফ্রান্সে ছুটি বাতিলের সিদ্ধান্তে তোলপাড়, সরকার পতনের শঙ্কা

News Desk

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্নের আহ্বান পাকিস্তানের

brs@admin

বনানীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

brs@admin

উত্তর কোরিয়ার সেনাদের ওপর গুলি চালিয়েছে দক্ষিণ কোরিয়া

News Desk

নিজের গুম নিয়ে ট্রাইব্যুনালের প্রসিকিউশনে অভিযোগ দিলেন সালাহউদ্দিন আহমেদ

brs@admin
Translate »