শনিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৫
BRS TIMES
খেলাধূলাপ্রচ্ছদ

ঋতুপর্ণা চাকমা ২০২৪ সালের বর্ষসেরা ফুটবলার

বাম দিক থেকে মাপা ক্রসে শট। তা খুঁজে নিল নেপালের জাল। গত বছর অক্টোবরে সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে ঋতুপর্ণা চাকমার গোলটি কারও সহজে ভোলার কথা নয়। সেই গোলে খুলে যায় বাংলাদেশের টানা দ্বিতীয় সাফ জয়ের দুয়ার। বাংলাদেশ ফুটবলের এই তারকা পুরো আসরজুড়েই ছিলেন প্রতিপক্ষের মাথাব্যথার কারণ।

সাফের ছন্দ তাকে এনে দিয়েছে বর্ষসেরা নারী ফুটবলারের স্বীকৃতি। রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে শুক্রবার (১১ এপ্রিল) বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতির (বিএসপিএ) পক্ষ থেকে দেওয়া হয় ২০২৪ সালের বর্ষসেরা ক্রীড়াবিদের সম্মাননা। সেখানে ফুটবলার ক্যাটাগরিতে সেরাদের সেরা হন ঋতুপর্ণা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না ঋতুপর্ণা। ভুটানের লিগে খেলতে দেশটিতে আছেন তিনি। ঋতুর পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন জাতীয় দলের আরেক ফুটবলার আফিদা খাতুন। ভিডিওবার্তায় অবশ্য নিজের ভালো লাগার কথা জানান ঋতুপর্ণা। দেশের ফুটবলকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

কেবল বর্ষসেরা ফুটবলারই নন, আরেকটি ক্যাটাগরিতে সেরাদের সেরা হয়েছেন ঋতুপর্ণা। পপুলার চয়েজ ক্যাটাগরিতে মেহেদী হাসান মিরাজ ও সাগর ইসলামকে পেছনে ফেলে বর্ষসেরার সম্মাননা পান ঋতুপর্ণা চাকমা। বর্ষসেরা হওয়ার দৌড়ে যদিও মিরাজ ও সাগরের পর তৃতীয় স্থান অর্জন করেন এই ফুটবল তারকা।

 

বিআরএসটি / জেডএইচআর

Related posts

বন্যার কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পরীক্ষা স্থগিত

News Desk

এবার গণতন্ত্রের বিজয় আদায় করতে হবে : গয়েশ্বর

brs@admin

ধর্মঘটে বাতিল এয়ার কানাডার ৬’শর বেশি ফ্লাইট

News Desk

সকলকে সতর্ক করলেন সাদিয়া আয়মান

News Desk

পিরোজপুরে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আটক‎ ‎

News Desk

ভেঙে ফেলা হয়েছে শাহবাগের প্রজন্ম চত্বর

News Desk
Translate »