26.6 C
Bangladesh
রবিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৫
BRS TIMES
আন্তর্জাতিকপ্রচ্ছদ

এশিয়ার কোন দেশে কত শুল্ক আরোপ করলেন ট্রাম্প?

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশের পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপ করেছেন, যাকে ‘বাণিজ্য যুদ্ধ’ হিসেবে আখ্যায়িত করছে অনেক দেশ। যুক্তরাষ্ট্রে আমদানি করা বেশিরভাগ পণ্যের ওপর ১০ শতাংশ ন্যূনতম শুল্ক আরোপের ঘোষণা দেওয়া হয়েছে। এছাড়া নির্দিষ্ট কিছু দেশের ওপর উচ্চতর শুল্ক আরোপের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বুধবার ওয়াশিংটনের স্থানীয় সময় বিকেল ৪টায় (বাংলাদেশ সময় বুধবার দিবাগত রাত ২টা) হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ শুল্ক আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। বিবিসি জানিয়েছে,  মার্কিন অর্থনীতি ‘পুনর্নির্মাণে সহায়তা’ করার জন্য ট্রাম্প অন্যান্য দেশের উপর ‘ন্যূনতম ১০ শতাংশ বেসলাইন শুল্ক’ ঘোষণা করেছেন। এটি ৫ এপ্রিল থেকে কার্যকর হবে। এছাড়া ৯ এপ্রিল থেকে নির্দিষ্ট কিছু দেশের উপর উচ্চতর শুল্ক আরোপ শুরু হবে।

শুল্ক আরোপের দিনটিকে যুক্তরাষ্ট্রের ‘অর্থনৈতিক স্বাধীনতা দিবস’ অভিহিত করে ট্রাম্প বলেন, ‌‘কয়েক দশক ধরে আমাদের দেশকে দূরের ও কাছের বন্ধু ও শত্রু নির্বিশেষে বিভিন্ন দেশ লুণ্ঠন করেছে, ধর্ষণ করেছে এবং ধ্বংস করেছে। বিদেশিরা আমাদের সুন্দর আমেরিকান স্বপ্নকে ছিন্নভিন্ন করে ফেলেছে।’

ট্রাম্প আরও বলেন, আজকের দিনকে আমেরিকান শিল্পের ‘পুনর্জন্ম’ এবং আমেরিকাকে ‘আবার সম্পদশালী’ করার দিন হিসেবে স্মরণ করা হবে। বাণিজ্যের ক্ষেত্রে কখনো ‘বন্ধু শত্রুর চেয়ে খারাপ হয়’।

এশিয়ার দেশগুলোর ওপর ট্রাম্পের নতুন শুল্ক আরোপের তালিকা নিচে দেখুন :
চীন – ৩৪ শতাংশ
ভিয়েতনাম – ৪৬ শতাংশ
তাইওয়ান – ৩২ শতাংশ
জাপান – ২৪ শতাংশ
ভারত – ২৬ শতাংশ
দক্ষিণ কোরিয়া – ২৫ শতাংশ
থাইল্যান্ড – ৩৬ শতাংশ
মালয়েশিয়া – ২৪ শতাংশ
কম্বোডিয়া – ৪৯ শতাংশ
বাংলাদেশ – ৩৭ শতাংশ
সিঙ্গাপুর – ১০ শতাংশ
ফিলিপাইন – ১৭ শতাংশ
পাকিস্তান – ২৯ শতাংশ
শ্রীলঙ্কা – ৪৪ শতাংশ
মায়ানমার – ৪৪ শতাংশ
লাওস – ৪৮ শতাংশ

এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবনের পক্ষ থেকে বলা হয়েছে, যেসব দেশের পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে, তা কার্যকর করা হবে আগামী ৫ এপ্রিল যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত ১২ টা ১ মিনিট থেকে। আর যেসব দেশের পণ্যের ওপর ১০ শতাংশের বেশি শুল্ক ঘোষণা করেছেন ট্রাম্প, সেই নতুন শুল্ক কার্যকর হবে আগামী ৯ এপ্রিল মার্কিন স্থানীয় সময় রাত ১২ টা ১ মিনিট থেকে।

বিআরএসটি/জেডএইচআর

 

Related posts

ইরানের এক হামলায় ইসরাইলের ৩০ বৈমানিক নিহত, সাবেক রাষ্ট্রদূতের দাবি

News Desk

যুদ্ধবন্দি বিনিময় করলো রাশিয়া-ইউক্রেন

brs@admin

মারা গেছেন সাবেক সিইসি শামসুল হুদা

brs@admin

মুক্ত সাংবাদিকতা নিশ্চিতে কমিশন গঠন করবে বিএনপি

News Desk

জামায়াত আমিরের স্বাস্থ্যের অবস্থা উন্নতির দিকে

News Desk

তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

brs@admin
Translate »