পবিত্র ঈদুল ফিতর উদ্যাপন করতে শেষ মুহূর্তে রাজধানী ছাড়ছেন মানুষ। প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঘরমুখী মানুষের চাপ বেড়েছে বাস ও লঞ্চ টার্মিনাল এবং রেলস্টেশনে। মহাসড়কগুলোতে যানবাহনের সংখ্যাও বেড়েছে বহুগুণ। কিন্তু গতকাল শনিবার সন্ধ্যা পর্যন্ত দেশের চারটি মহাসড়কের কোথাও বড় ধরনের যানজটের কোনো খবর পাওয়া যায়নি। অধিকাংশ ট্রেনই সময় মেনে ছেড়ে যাচ্ছে। লঞ্চেও সেভাবে ভোগান্তি হচ্ছে না।
বিশেষজ্ঞরা বলছেন, এবার এ পর্যন্ত ঈদযাত্রার স্বস্তির পেছনে বড় কারণ টানা ৯ দিনের ছুটি। এ ছাড়া মহাসড়ক, টার্মিনাল ও রেলস্টেশনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতাও বাড়ানো হয়েছে। ঈদের আগে বড় চাপ অপেক্ষা করছে আজ রোববার। তবে ইতিমধ্যে অধিকাংশ মানুষ ঢাকা ছেড়ে যাওয়ায় নতুন দুর্ভোগ হওয়ার আশঙ্কা কম বলেও মনে করছেন বিশেষজ্ঞরা।
ঈদের আগের তিন–চার দিনে ঢাকা ও এর আশপাশের এলাকা থেকে ১ কোটি ২০ লাখ বা তারও বেশি মানুষ সারা দেশে যান। সাম্প্রতিক সময়ে সড়কে কিছুটা সক্ষমতা বেড়েছে। ছুটিও এবার লম্বা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতাও চোখে পড়ার মতো। ফলে দুর্ভোগে পড়তে হয়নি। বলা যায়, শেষ পর্যন্ত এবারের ঈদযাত্রা স্বস্তিরই হবে।
পোশাক কারখানাগুলো ধাপে ধাপে ছুটি দেওয়ার বিষয়টি এবার কিছুটা নিশ্চিত করা গেছে। ভবিষ্যতেও এটা করতে হবে। কারণ, সব সময় তো এত লম্বা ছুটি পাওয়া যাবে না। সর্বোপরি ব্যবস্থাপনায় জোর অব্যাহত রাখতে হবে।
স্বস্তির ঈদযাত্রায় গতকাল কিছু কিছু পথের বাসে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) টার্মিনালগুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে।
বিআরএসটি/জেডএইচআর