রবিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৫
BRS TIMES
খেলাধূলাপ্রচ্ছদ

এনড্রিকের গোলে রিয়ালের জয়

বিআএরএস টাইমস: তারকাদের ছাড়াই মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। দলে ছিলেন না কিলিয়ান এমবাপ্পে ও ফেদে ভালভার্দে। গোলরক্ষক থিবো কর্তুয়া ছিলেন বেঞ্চে। তারপরও কোপা দেল রে’র সেমিফাইনালের প্রথম লেগে জয় আটকায়নি রিয়াল মাদ্রিদের।

শুরুর একাদশে সুযোগ পেয়েই জাত চেনালেন রিয়ালের তরুণ ব্রাজিলিয়ান স্ট্রাইকার এনড্রিক। তার একমাত্র গোলে রিয়াল সোসিয়েদাদের মাঠে ১-০ গোলের জয় পেয়েছে লস ব্লাঙ্কোসরা। কোপা দেল রে’র ফাইনালের পথে খানিকটা এগিয়ে গেছে দল।

রিয়াল মাদ্রিদ ও রিয়াল সোসিয়েদাদ কোপা দেল রে’র দ্বিতীয় লেগে ২ এপ্রিল মুখোমুখি হবে। ম্যাচটি হবে রিয়াল মাদ্রিদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে। ফাইনালের পথে তাই কার্লো আনচেলত্তির দল বেশ এগিয়েই আছে বলা যায়।

বুধবার রাতে সোসিয়েদাদের আনোয়েতা স্টেডিয়ামে ম্যাচের ১৯ মিনিটে দারুণ এক গোল করেন এনড্রিকে। বক্সের বাইরের উইঙ্গ ব্যাক পজিশন থেকে লম্বা করে বক্সের মুখে ভলি বাড়ান রিয়ালের ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহাম। দারুণ দক্ষতায় বল ধরে মুহূর্তের শটে জালে পাঠিয়ে দেন এনড্রিক।

ম্যাচে রিয়াল মাদ্রিদ যেমন লিড বাড়িয়ে নেওয়ার সুযোগ পেয়েছিল। তেমনি গোল শোধ করার সুযোগ পেয়েছিল রিয়াল সোসিয়েদাদও। ব্লাঙ্কোসদের গোলবারে আন্দ্রে লুনিন এদিন দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন। তিনি ম্যাচের ৪ ও ২৬ মিনিটে দারুণ দুই সেভ দেন। ৪৩ মিনিটের সেভটি ছিল ম্যাচের সেরা। ভিনিসিয়াস ২৮ মিনিটে লিড ডাবল করার সুযোগ হারান। দ্বিতীয়ার্ধের ৫০ মিনিটেও সমতায় ফেরায় সুযোগ হারায় সোসিয়েদাদ।

বিআরএসটি/আরএন

Related posts

মাঝ আকাশে এয়ার ইন্ডিয়ার বিমানে আগুন

News Desk

থাই প্রধানমন্ত্রীর পদ থেকে সিনওয়াত্রাকে অপসারণ করলো আদালত

News Desk

বাংলাদেশে পৌঁছেছেন হামজা চৌধুরী, দীর্ঘ প্রতীক্ষার অবসান

brs@admin

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন করেছেন দুই উপদেষ্টা

News Desk

চাহিদা-প্রাপ্তিতে জ্যোতিদের পার্থক্য

News Desk

ঢাকা ওয়াসাকে বিশুদ্ধ পানির সরবরাহে হাইকোর্টের নির্দেশ

brs@admin
Translate »