শনিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৫
BRS TIMES
বিনোদন

মুক্তি পেল অপূর্ব ও নিহার নাটক মন-দুয়ারী

বিআরএস টাইমস: প্রথমবার একসঙ্গে জুটি হয়ে ‘মন-দুয়ারী’ নাটকে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও নাজনিন নাহার নিহা।

জাকারিয়া সৌখিন পরিচালিত নাটকটি মঙ্গলবার সন্ধ্যায় সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে।

পারিবারিক সম্পর্ক এবং প্রেমের গল্পে নির্মিত হয়েছে ‘মন-দুয়ারী’। নাটকে দেখা যাবে, অপূর্ব নিউইয়র্ক থেকে দেশে এসেছেন তার দাদিকে নিয়ে যেতে। কিন্তু পরিবারের লোকজন বাধা হয়ে দাঁড়ায়। এদিকে নিহার সঙ্গে অপূর্বর পরিচয় হয়। দুজন ধীরে ধীরে প্রেমের সম্পর্কে জড়ায়। আর নিহা অপূর্বর মনের সব বন্ধ দুয়ার খুলে দেয়। তাই সে মেয়েটির নাম দেয় ‘মন-দুয়ারী’।

নাটকটি যৌথভাবে রচনা করেছেন নাসির খান এবং জাকারিয়া সৌখিন। অন্যান্য বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, আমিনুর রহমান বাচ্চু, শফিউল আলম বাবু, মিলি মুন্সী, শারমীন সুলতানা শর্মী, রাইসা প্রমুখ।

‘মন-দুয়ারী’ নাটকে দুটি গান আছে। সোমেশ্বর অলির কথায় একটি গানের সুর-সংগীত করেছেন সাজিদ সরকার, গেয়েছেন কনা এবং রেহান রসূল। আর দ্বিতীয় গানটি লিখেছেন লিমন। সুর এবং কণ্ঠ নাজির মাহমুদ, সংগীত সজীব দাশ।

ডেস্ক/বিআরএস টাইমস/আরএন

Related posts

২১ বার ফেল করেছিলেন সালমান মুক্তাদির, স্কুল বদলেছেন ১২টি

News Desk

শাহবাগে যুদ্ধের আয়োজন করলে কে জিতবে, অপু না বুবলী?

News Desk

সুন্দরবনের মালঞ্চ নদীর চরে অবৈধ রিসোর্ট উচ্ছেদ

News Desk

তাণ্ডবের শুটিংয়ে গোপনে তাণ্ডব চালিয়েছিলেন শাকিব

brs@admin

‘নিজেরাও বিপদে আছি’, নুসরাতের গ্রেপ্তার প্রসঙ্গে বাবু

brs@admin

আজ সাবিনা ইয়াসমিনের ৭২তম জন্মদিন

News Desk
Translate »